বইমেলায় আসছে ‘মেঘ বিদায়ের দিন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৯ জানুয়ারি ২০২২

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে শাহমুব জুয়েলের বই ‘মেঘ বিদায়ের দিন’। বইটি মূলত মাদক বিষয়ক উপন্যাস।

বইটি প্রকাশ করছে তাম্রলিপি। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

উপন্যাসে কুটিলশ্রেণি দেশে কীভাবে মাদক চালান করে তারুণ্যশক্তির ক্ষয় ও অর্থনৈতিক দুরবস্থা তৈরি করছে, তা বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে।

এর চরিত্র বিন্যাসে ও সংলাপে দেখানো হয়েছে মাদকসেবীর অধিকাংশই তরুণশ্রেণি। যারা সমাজে প্রভাব বিস্তারকারী ও উচ্চচিন্তার অধিকারী। তাদের বিপদ মানে দেশের দীর্ঘমেয়াদী বিপদ।

উপন্যাস সম্পর্কে শাহমুব জুয়েল বলেন, ‘মেঘ বিদায়ের দিন উপন্যাসের মৌলিক চিন্তা হলো সংবাদমাধ্যমের অনুসন্ধান, এলিট শ্রেণির কাউন্সিলিং, গণসচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।