বইমেলায় এ কে সরকার শাওনের ‘আপন-ছায়া’
বইমেলায় এসেছে কবি এ কে সরকার শাওনের তৃতীয় কাব্যগন্থ ‘আপন-ছায়া’। ৬৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন কামরুন সালেহীন তৃণা।
বইটিতে কয়েকটি দীর্ঘ কবিতাসহ ৩৯টি কবিতা স্থান পেয়েছে। কাব্যগন্থটি উৎসর্গ করেছেন কবির বাবা মো. আবদুল গনি সরকার ও মা সালেহা গনি সরকারকে!
বইটি বইমেলার লিটল ম্যাগ চত্বরে ছিন্নপত্রের স্টলে ও রকমারি ডটকমে পাওয়া যাবে। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
তার প্রথম কাব্যগ্রন্থ ‘কথা-কাব্য’ ২০১৯ সালে, দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নিরব কথোপকথন’ ২০২০ সালে প্রকাশ হয়। আপন-ছায়া একটি সামাজিক কাব্যগ্রন্থ!
বইটি সম্পর্কে এ কে সরকার শাওন বলেন, ‘সমাজ, সংসার ও চারপাশের সুখ-দুঃখ, কান্না-হাসি ইত্যাদিকে উপজীব্য করেই আপন-ছায়ার কবিতাগুলো রচনা করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’
এ কে সরকার শাওন ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুরে জন্মগ্রহণ করেন। চাকরি থেকে অবসরপ্রাপ্ত কবি বাস করছেন ঢাকার উত্তরখানে।
এসইউ/জেআইএম