বইমেলায় প্রবাসী কবির ‘দুর্জন’

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মালয়েশিয়া প্রবাসী কবি বাশার খান অপূর্বের ‘দুর্জন’ কাব্যগ্রন্থ। তার কবিতায় পাঠক গভীর অনুভবের মিলন মোহনায় হাবুডুবু খাবেন। ইতিহাস ও মিথের পুরনো গন্ধমাখা স্মৃতির গায়ে তিনি পরিয়ে দিয়েছেন কবিতার তুলতুলে শব্দের কারুকাজ।

তন্ময় ও মন্ময় ছাড়া তার কবিতা উপলব্ধি করা দূরুহ হয়ে পড়ে। হারমিশের বাঁশিতে ফুঁ দিতে হলে প্রত্যেককে বেছে নিতে হবে নির্জন ও নিরিবিলি পৃথিবীর কার্নিশ। কারণ তার কবিতা নিমগ্নতার গান ও নির্জনতার সুরে সুরে গেয়ে ওঠে মরা পৃথিবীর শান। প্রবাসীর কবিতা জীবন ও জগতের মধ্যে বিনে সুঁতোয় ঝুলে ঝুলে দোল দিয়ে যাবে প্রত্যেক পাঠককে।

বইটি সম্পর্কে লেখক বলেন, আমি আমার কবিতায় ভিন্নতা রাখার চেষ্টা করেছি। আমি আশাকরি আমার কাব্যগ্রন্থ ‘অমরত্ব পাব বলে’ সবার কাছে গ্রহণযোগ্য হবে।

বইটির প্রচ্ছদ করেছেন রানা হাসান। প্রকাশ করেছেন বাবুই প্রকাশন। বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৮০ টাকা। ২০২০ এর বাবুই প্রকাশনীর ৩২২ ও ৩২৩ স্টলে পাওয়া যাবে ‘দুর্জন’ কাব্যগ্রন্থটি।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।