বইমেলায় মিলু শামসের ‘দীর্ঘায়িত দুঃখগুলো’

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

এ বছর বইমেলায় উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মিলু শামস-এর কবিতার বই ‘দীর্ঘায়িত দুঃখগুলো’। মেলার প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে উৎস প্রকাশনের প্যাভিলিয়নে (প্যাভেলিয়ন নম্বর ৩২) ।

বইটিতে মোট উনত্রিশ টি কবিতা স্থান পেয়েছে। প্রতিটি কবিতা একটি থেকে অন্যটি বিষয় বৈচিত্রে আলাদা।

মিলু শামসের কবিতা পাঠকের বোধ ও চিন্তাকে নাড়া দেয়। ‘দীর্ঘায়িত দুঃখগুলো’ও তার ব্যতিক্রম নয়। পড়তে পড়তে পাঠক যেমন নস্টালজিয়াক্রান্ত হবেন তেমনি মুখোমুখি হবেন কঠিন বাস্তবতার।

কবিতায় শব্দ চয়ন এবং বাক্য গঠনে মিলু শামসের নিজস্ব ভঙ্গির সঙ্গে পাঠক খুব সহজে একাত্ম বোধ করেন। বাহুল্য বর্জিত ভাষায় তিনি জীবনের গভীরতর উপলব্ধিগুলো অনায়াস দক্ষতায় তুলে এনে
খুব সহজ করে বলতে পারেন-

কোনকালে উড়েছিল
ব্যথার শঙ্খচিল
কার প্রাসাদ চূড়ায়
তুলসীমণ্ডপে জ্বলেছিল
কী নিবিড় রক্তিম প্রদীপ!
কারা যেন দেখেছিল
নিজেদের মুখ
তারা ভরা রাতে
সান্ধ্য শাঁখের মতো
হৃদয়ে তাদের.....

অথবা
তারপর পথ গেছে পথে
ইতিহাস-রথ
যে অব্দি পৌঁছেছে এসে
সেখানে ঝিঁঝির ডাক
লোকে বলে, ও আলোয়
চলবে না আর।
বর্ণমালার নিচে
আবেগী আগাছার ঝাড়
ওখানে পড়েনি আলো
সেই তারপর থেকে বহুকাল...

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।