বাংলা একাডেমির বই বিক্রি হচ্ছে ৪ প্যাভিলিয়নে

মিজানুর রহমান মিথুন
মিজানুর রহমান মিথুন মিজানুর রহমান মিথুন , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এবারও একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে ফেব্রুয়ারির শেষদিন পর্যন্ত চলবে এ মেলা।

এবারের অমর একুশে বইমেলায় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির ৪টি প্যাভিলিয়ন রয়েছে। প্যাভিলিয়নগুলোতে বিক্রি হচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত সব বই। ৪টি প্যাভিলিয়নের মধ্যে দুটি বাংলা একাডেমির মূল চত্বরে, বাকি দুটি সোহরাওয়ার্দী উদ্যান অংশে।

বাংলা একাডেমির প্যাভিলিয়নের সামনে দেখা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মমিন উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘বইমেলায় বাংলা একাডেমির স্টলের সামনে না এলে যেন অপূর্ণতা থেকে যায়। এখানে অনেক মূল্যবান ও প্রয়োজনীয় বই পাওয়া যায়। শিক্ষার্থীদের অনেক সহায়ক বইও এখান থেকে সংগ্রহ করা যায়।’

বইমেলার তথ্যকেন্দ্রের কর্মকর্তা তানভীর বলেন, ‘প্রতিবারের মতো এ বছরও বাংলা একাডেমির সব প্রকাশনা পাঠকের হাতে ব্যাপকভাবে তুলে দেওয়ার চেষ্টা করছি। তাই ৪টি প্যাভিলিয়ন করা হয়েছে। এ ছাড়া আমাদের বাংলা একাডেমির দুটি বিক্রয় কেন্দ্র তো রয়েছেই।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।