বইমেলায় শাহমুব জুয়েলের দুটি উপন্যাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে শাহমুব জুয়েলের দুটি উপন্যাস। উপন্যাস দুটির নাম হচ্ছে- ‘সবুজ ডানা’ ও ‘সমুদ্রগামিনী’। বই দুটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।

সবুজ ডানা উপন্যাসের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সমুদ্রগামিনী উপন্যাসের প্রচ্ছদ করেছেন আল নোমান। প্রতিটি বইয়ের দাম রাখা হয়েছে ২০০ টাকা। বই দুটি পাওয়া যাবে ২৫৩-২৫৪-২৫৫ নম্বর স্টলে।

শাহমুব জুয়েল লিটলম্যাগ আন্দোলন কর্মী হিসেবে সম্পাদনা করছেন লিটলম্যাগ বর্ণিল। সাহিত্যকর্মী ও পাঠক মহলের কাছে বর্ণিল বেশ আলোচিত সাহিত্যপত্র। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিলের চতুর্থ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে।

তার কবিতার বই হচ্ছে- ‘কাঁচা রোদের সন্ধানে’, ‘মুখোমুখি আহ্লাদি চিবুক’, ‘জলসিঁড়ি পেরিয়ে বালির সন্ন্যাসে’। গল্পগ্রন্থ হচ্ছে- ‘অথৈ সময়ের শ্বাস’। প্রবন্ধগ্রন্থ হচ্ছে- ‘কথাসাহিত্যে রাজনৈতিক দর্শন ও বিবিধ প্রবন্ধ’ প্রভৃতি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।