বইমেলায় পতিতালয়ের কাহিনি নিয়ে উপন্যাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৭ জানুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় পাওয়া যাবে গোলাম রাব্বানীর উপন্যাস ‘অন্তরগঙ্গা’। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইটির মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা। এটি পাওয়া যাবে বাংলাদেশ বইমেলায় প্রকাশনীর ২৬ নং প্যাভিলিয়নে। এছাড়া কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নালন্দার স্টলে বইটি পাওয়া যাবে।

উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘মূলত পতিতালয়ের কাহিনি নিয়ে গড়ে উঠেছে উপন্যাসটি। এর কেন্দ্রীয় চরিত্রের নাম ‘নসিমন’। নসিমনের অস্তিত্বের সংকট ও উত্তরণের বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে উপন্যাসের কাহিনি। আশা করি সবার ভালো লাগবে উপন্যাসটি।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।