বইমেলায় মোহাম্মদ নূরুল হকের ৭ম প্রবন্ধের বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৯ জানুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় আসছে মোহাম্মদ নূরুল হকের ৭ম প্রবন্ধের বই ‘আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য’। বইটি প্রকাশ করছে বাংলানামা প্রকাশনী। আল নোমানের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।

মোহাম্মদ নূরুল হক সৃজনশীল কিংবা মননশীল প্রবন্ধের ক্ষেত্রে প্রশ্নশীল ও স্বতন্ত্রধারা সৃষ্টি করে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। নতুনচিন্তা ও বিচিত্র বিষয়ের উপস্থাপন এবং তত্ত্ব বিশ্লেষণ ও যুক্তিপ্রয়োগে তার প্রবন্ধ হয়ে ওঠে তীক্ষ্ম, স্বতন্ত্র। তার প্রবন্ধের বিষয় বিচিত্রমুখী।

অনেক বিষয়ে তিনি নিজস্ব অভিমত প্রকাশে অকুণ্ঠ। কবি ও গল্পকার হওয়া সত্ত্বেও প্রবন্ধের প্রতি অত্যধিক আকর্ষণের কারণেই এ মাধ্যমেই তার কাজের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। বাংলাদেশের কবি ও কবিতার মূল্যায়নধর্মী বেশ কটি ক্ষুরধার প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে বইটি।

বইটিতে ১২টি প্রবন্ধ রয়েছে। সেগুলো হচ্ছে- ‘আহমদ ছফার বাঙালি দর্শন’, ‘আত্মবিদ্রূপ ও সমর সেনের কবিতা’, ‘মাসুদ খানের কবিতা: আবেগে-প্রজ্ঞায়’, ‘সাযযাদ কাদিরের কবিতা: শিল্পিত উচ্চারণ’, ‘আহমেদ স্বপন মাহমুদের কবিতা: অন্তহীন রহস্যের কথা’, ‘শিহাব শাহরিয়ারের কবিতা: হৃদয়-মননের যুগল গ্রন্থী’, ‘জাকির জাফরানের কবিতা: বিষয়ে-প্রকরণে’, ‘বাংলা কবিতার ভবিষ্যৎ, ভবিষ্যতের কবিতা’, ‘কেন ছন্দ অনিবার্য’, ‘জ্যোতি প্রকাশ দত্তের কয়েকটি গল্প: সামাজিক বাস্তবতা’, ‘ইমদাদুল হক মিলনের গল্প: স্বপ্ন ও যাপিত জীবনের যুদ্ধ’ এবং ‘বাংলাদেশের ছোটকাগজ: দায় ও অর্জন’।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।