বইমেলায় কবি ফকির ইলিয়াসের তিনটি বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

২০১৯ এর অমর একুশের বইমেলায় নান্দনিক কবি ফকির ইলিয়াসের দুটি কাব্যগ্রন্থ ও একটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। 'নক্ষত্র বিক্রির রাতে' কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন- ঋতু চৌধুরী। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে- ১৫০ টাকা।

'সম্মোহিত শব্দদাগ' প্রবন্ধ সংকলটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। ১১২ পৃষ্ঠার বইটির দাম ২৫০ টাকা। এই গ্রন্থ দুটি প্রকাশ করেছে- য়ারোয়া বুক কর্ণার। সোহারাওয়ার্দী উদ্যান অংশে ৩৮৩ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে। তার আরেকটি কাব্যগ্রন্থ 'গ্রহান্ধ ঘরের কাহিনি' প্রকাশ করেছে সাউন্ডবাংলা।

বিজ্ঞাপন

উল্লেখ্য এই কাব্যসংকলনটি 'সাউন্ডবাংলা পাণ্ডুলিপি পুরস্কার' পেয়েছিল। প্রচ্ছদ এঁকেছেন- মম চৌধুরী। চার ফর্মার বইটির মূল্য ১৮০ টাকা। বইটি মেলায় ৫৩৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

ফকির ইলিয়াস আশির দশকের কবি। তার কবিতায় নান্দনিক বিবর্তন ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে। এই কবির কবিতা বিষয়ে বিশিষ্ট কবি শহীদ কাদরী লিখেছেন- ''ফকির ইলিয়াসের কবিতার আমি একজন আনন্দিত পাঠক। দশকী বৃত্তের মধ্যে ইলিয়াসকে সীমিত না রেখে, আমি ব'লতে চাই যে দুই বাংলায় বর্তমানে যে-কবিবৃন্দ অত্যন্ত ফলপ্রসূভাবে কাব্যচর্চা করছেন,ফকির ইলিয়াস তাঁদের অন্যতম। তাঁর রয়েছে একটি নিজস্ব রচনাশৈলী। শব্দের অভাবিতপূর্ব সন্নিপাতনের মাধ্যমে তিনি এমন এক অনবদ্য কাব্যিক আবহ নির্মাণ করেন যা - কি না, আমার মনে হয়, এই মুহূর্তে আমাদের কাব্যে তুলনারহিত। তাঁর কবিতায় বারবার ঐতিহ্য শিকড় ও মাটির প্রতি অঙ্গীকারবদ্ধতা উচ্চারিত হওয়া সত্ত্বেও আন্তর্জাতিকতারও ছায়া পড়েছে। ছায়া পড়েছে সমাজ ও রাজনীতির। লক্ষ্য করার বিষয় হচ্ছে সবকিছুর দিকেই তিনি তাকান উদ্বাস্তু বাউলের মতো বিষণ্ণ দৃষ্টিতে।''

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফকির ইলিয়াসের কবিতা পাঠের প্রথম প্রতিক্রিয়ায় আরেকজন বিশিষ্ট লেখক ও কবি মলয় রায়চৌধুরী লিখেছেন-"ফকির ইলিয়াসের কবিতা আমি আজকেই প্রথম পড়লুম । পড়ে মনে হল, বিদেশে তাঁর সংগ্রহে যে বাংলা শব্দভাঁড়ার এখনও তিনি আগলে রেখেছেন, সেই ভাঁড়ারের অভিধাসমূহে প্রতিনিয়ত জীবন্ত করে তুলছেন তাঁর ফেলে-যাওয়া ভূখণ্ডটির স্মৃতিবিশ্ব, মায়া, পীড়া ও প্রবাসী কৌমপ্রতিস্ব ।"

ফকির ইলিয়াস বিশ্বপর্যটক। তিনি সপরিবারে ঘুরেছেন বিশ্বের বিভিন্ন দেশ। তার অভিজ্ঞতালব্ধ, শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সাহিত্যসাধকদের ধ্যান ও মনন নিয়ে ১৮টি নির্বাচিত প্রবন্ধ স্থান পেয়েছে এবারের প্রবন্ধ সংকলনে। এ যাবৎ তার লেখা প্রকাশিত গ্রন্থসংখ্যা-২১।

বলা দরকার,সাহিত্য কর্মের জন্য তিনি 'ফোবানা সাহিত্য পুরস্কার','ঠিকানা শ্রেষ্ঠ গ্রন্থ পুরস্কার', 'কবিতাস্বজন প্রীতি সম্মাননা', 'মৃত্তিকায় মহাকাল আবৃত্তি উৎসব স্মারক'-পেয়েছেন। তিনি 'দ্যা একাডেমি অব আমেরিকান পোয়েটস' , 'দ্যা অ্যামেনেষ্টি ইন্টারন্যাশনাল' , 'কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস','আমেরিকান ইমেজ প্রেস',- এর সদস্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুটি প্রকাশনা সংস্থা এবং অনলাইন বুকশপ 'রকমারি ডট কম' ছাড়াও নিউ ইয়র্কের মুক্তধারা'য় ও বইগুলো পাওয়া যাবে।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।