‘ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন আইজিপি
একুশে বইমেলায় ‘ফিরে দেখা’ (ছোটগল্প সংগ্রহ) বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বইটি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম-সেবা।
শুক্রবার বিকেলে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন কনেন। এ সময় মঞ্চে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মফিজ উদ্দিন আহম্মেদ ১৭তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ ও ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ডিএমপির ট্রাফিক-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বইটি প্রকাশনা করেছে অনিন্দ্য প্রকাশ। বইটিতে সহজ ও সাবলীলভাবে লেখক তার গল্পগুলো উপস্থাপন করেছেন। যা সহজেই পাঠকের মন জয় করবে।
বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অনিন্দ প্রকাশ প্যাভিলিয়ন ও বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুক স্টলে।
আরএম/এসআর/পিআর