মেলায় এসেছে আফরোজা সোমার কাব্যগ্রন্থ পরমের সাথে কথোপকথন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি আফরোজা সোমার কাব্যগ্রন্থ পরমের সাথে কথোপকথন। এ গ্রন্থে ৪৫টি কবিতা রয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে বৈভব। এর প্রচ্ছদ করেছেন শতাব্দি জাহিদ। বইটি পাওয়া যাবে ৪২২ নম্বর স্টলে।

প্রেম ও আধ্যাত্মিক অনুসন্ধান বা স্পিরিচুয়াল সার্চ— এই দুই ধরনের অনুভূতিজাত কবিতা রয়েছে গ্রন্থে। এই দুই বোধের বাইরেও কয়েকটি কবিতা রয়েছে। যেখানে প্রধান হয়ে উঠেছে সমাজের অসঙ্গতি এবং মানুষের আচরণের বৈপরীত্য। আধ্যাত্মিক অনুসন্ধানমূলক কবিতাগুলোকে
আপনি হয়তো সুফি দর্শন ও মিস্টিক ঘরানার কবিতাও ভাবতে পারেন। এই কবিতাগুলো মূলত নিজের সাথে নিজের বোঝাপড়া ও আলাপনের সারৎসার। আর প্রেম তো চিরকালীন বিষয়। রোমান্টিক সেই কবিতাগুলোয় রয়েছে বিরহ, বিচ্ছেদ ও মিলনের আকুতি।

আফরোজা সোমার অন্যান্য গ্রন্থ অন্ধঘড়ি(২০১০, কথা প্রকাশ), হারমোনিকা (২০১৪, সংবেদ) ও ডাহুক (২০১৫, ভাষা প্রকাশ) পাওয়া যাচ্ছে বইমেলায় ও রকমারী ডটকমে।

এইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।