বইমেলায় সালাম সালেহ উদদীনের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্বাচিত কবিতা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সালাম সালেহ উদদীনের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্বাচিত কবিতা’। এটি ‘ছায়াবীথি’ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। বইটির মূল্য ২৫০ টাকা। এর প্রচ্ছদ করেছেন আহমেদ নিলয়।

তিন দশক ধরে লেখালেখি করছেন সালাম সালেহ উদদীন। প্রথম দিকে কবিতা লেখা শুরু করলেও পরে ঝুঁকে পড়েন গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কলামের দিকে। একজন সুপ্রতিষ্ঠিত গদ্যকার হিসেবেই সাহিত্যাঙ্গনে তার দৃপ্ত পদচারণা। কিন্তু দীর্ঘ বিরতি দিয়ে আবার তিনি সগৌরবে ফিরে এসেছেন কবিতায়।

এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।