বইমেলায় খালেদ হোসাইনের ‘চাই জল একফোঁটা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে খালেদ হোসাইনের কবিতার বই ‘চাই জল একফোঁটা’। প্রকাশনা সংস্থা 'অনিন্দ্য' থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী ধ্রুব এষ।

৮০ পৃষ্ঠার ‘চাই জল একফোঁটা’ কবিতার বইটির দাম রাখা হয়েছে মূল্য ২৫০ টাকা। মেলায় বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে 'অনিন্দ্য'-এর ৩ নম্বর প্যাভিলিয়নে।

লেখালেখির জন্য খালেদ হোসাইনে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,- আবুল হাসান স্মৃতি পুরস্কার-১৯৮৮, শ্রুতি সম্মাননা-২০১২, জীবনানন্দ পুরস্কার-২০১৪, অগ্রণী ব্যাংক শিশু একাডেমী সাহিত্য পুরস্কার-২০১২।

খালেদ হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। এখন পর্যন্ত তার অর্ধ শতাধিক বিভিন্ন ধরনের বই প্রকাশিত হয়েছে।

এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।