শাহীন চৌধুরীর ১৪ বই এখন বইমেলায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

লেখক সাংবাদিক শাহীন চৌধুরীর আলোচিত ভ্রমণকাহিনি ‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’সহ ১৪টি বই এখন বইমেলার ছায়াবীথি এবং তরফদার প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে স্টল দুটির নম্বর যথাক্রমে ২১৬-২১৭ এবং ১৯৬।

‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’ এবার নতুন অাঙ্গিকে প্রকাশ করেছে ছায়াবীথি প্রকাশনী। বইটিতে ১৩টি দেশ ভ্রমণের নানা অভিজ্ঞতা, সেসব দেশের কৃষ্টি, সংস্কৃতি, জীবনযাত্রা, আলোচিত স্থানের বর্ণনাসহ নানা বিড়ম্বনার চিত্র তুলে ধরা হয়েছে। ২০৮ পৃষ্ঠার বইটির মূল্য ৪০০ টাকা। এ স্টলে লেখকের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, উপন্যাস- নিরুদ্দেশ ও ত্রিচারিণী।

তরফদার প্রকাশনীর ১৯৬ নম্বর স্টলে এবার লেখকের ‘সুনন্দা’ কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এ স্টলে লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে, উপন্যাস- প্রবাসিনী, তৃতীয় নারী, ভ্রমণ কাহিনী- সিউল থেকে লংআইল্যান্ড, রাজনৈতিক গ্রন্থ- তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নিনিয়ান স্টিফেন, কাব্য- দুঃসময়ে ভালোবাসা, প্রবাস রিপোটিংয়ের ওপর লেখা বই- জাতিসংঘ ও লাইভ ওবামা, লোকগাথা- দবির বয়াতির গান ইত্যাদি।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।