রুবাইদা গুলশানের ‘অরণ্যের গুঞ্জন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী রুবাইদা গুলশানের ছোটগল্পের বই ‘অরণ্যের গুঞ্জন’। ছোট ছোট ১৭টি গল্পের সমন্বয়ে মলাটবন্দি করা হয়েছে বইটি।

বই সম্পর্কে রুবাইদা গুলশান বলেন, ‘বলব না প্রতিটি গল্পই পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। তবে এটুকু বলতে পারি, একটু হলেও ভালো লাগবে। হামিং বার্ডের দেখার মত ভালো লাগার রেশ রয়ে যাবে পাঠকের মনে।’

বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। বইমেলার ৩৮৮-৩৮৯ নস্বর স্টলে পাওয়া যাবে বইটি। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

২০১৬ সালে রুবাইদা গুলশানের উপন্যাস ‘অন্তরালে বর্ণফুল’ প্রকাশিত হয়। ২০১৭ সালে কবিতার বই ‘বিভ্রমে নীলাম্বরী’ এবং ২০১৮ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘সেফটিপিন’। বইটির জন্য তিনি নজরুল একাডেমির ‘শেখ ফজলল করীম’ সাহিত্য সম্মাননা পেয়েছেন।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।