বইমেলায় স.ম. শামসুল আলমের ৮ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

বইমেলায় প্রকাশিত হয়েছে স.ম. শামসুল আলমের ৮টি বই। প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ‘কিশোরসমগ্র’-এটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটির প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন। এর মূল্য ৪৫০ টাকা। ‘গল্পের গাড়ি মিরধা ভাই’-এটি কিশোর উপন্যাস। এটি সময় প্রকাশন থেকে বের হয়েছে। ধ্রুব এষের প্রচ্ছদে মূল্য রাখা হয়েছে ১২০ টাকা।

‘তিমিরের কান্না’-এটি নাটকের বই। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এর মূল্য ২০০ টাকা। ‘অর্ধেক চুম্বন’ নামের কবিতার বইটি প্রকাশিত হয়েছে অনন্যা থেকে। এর প্রচ্ছদও করেছেন ধ্রুবএষ। মূল্য ২০০ টাকা।'

‘খাস কামরা’ নামের উপন্যাস প্রকাশিত হয়েছে কথাপ্রকাশ থেকে। এটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এর মূল্য ২০০ টাকা। ‘মুক্তিযুদ্ধের ছড়া কবিতা’ বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। এর মূল্য ১৫০। ‘তবক দেব সবক দেব’- সমকালীন ছড়া নিয়ে বইটি এসেছে সূচীপত্র থেকে। এর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন এম, এ কুদ্দুস। বইটির মূল্য ১৫০ টাকা।

‘শিস দিয়ে যাই’-এটি কিশোর কবিতার বই। এটি প্রকাশক ঝিঙেফুল। এর প্রচ্ছদ ও অলংকরণ মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

এএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।