বইমেলায় সাদাত হোসাইনের ‘আমার আমি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখক, কবি ও নির্মাতা সাদাত হোসাইনের সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’। বইটি সম্পাদনা করেছেন তরুণ লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ।

৬ ফর্মার ‘আমার আমি’ প্রকাশ করেছে অনুবাদ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। বইমেলায় অনুবাদের পরিবেশক কাগজ প্রকাশনের ৩৭৩-৩৭৪ নম্বর স্টলে এবং রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

‘আমার আমি’ বইয়ে সালাহ উদ্দিন মাহমুদ, এগিয়ে চলো ডটকম, মুহাম্মদ আসাদুল্লাহ, চৌধুরী আকবর হোসেন, চিন্তাসূত্র, সেখ ফয়সাল আহমেদ, এইচ.এম ফায়েকুজ্জামান ফাহাদ, সুরাইয়া হেনা এবং এম এম মুজাহিদ উদ্দীনের নেওয়া সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে।

বইটির সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘বিভিন্ন সময়ে প্রকাশিত সাদাত হোসাইনের সাক্ষাৎকারগুলো এক মলাটে আনা হয়েছে। এতে তার ১৪টি সাক্ষাৎকার রয়েছে।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।