বইমেলায় এ বছর স্টল ৭৫০টি, প্যাভেলিয়ন ২৪টি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯
বইমেলা প্রাঙ্গণে স্টল নির্মাণের ব্যস্ততা

অমর একুশে বইমেলায় এ বছর ৫৫০টি প্রতিষ্ঠানকে মোট ৭৫০টি ইউনিট দেয়া হয়েছে। আর একাধিক ইউনিট নিয়ে প্যাভেলিয়ন থাকছে ২৪টি। এবারে ১৪০টি স্টল থাকছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তবে প্যাভেলিয়নের সব কয়টিই সোহরাওয়ার্দী উদ্যান অংশে জায়গা পেয়েছে।

বইমেলার এসব তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

গত বছর মোট ৬৬২টি স্টল বরাদ্দ পেয়েছিল। আর প্যাভেলিয়নের সংখ্যা ছিল ২৩টি।

ড. জালাল আহমেদ জানান, প্রকাশনাগুলোর মান এবং পূর্ব অভিজ্ঞতা থেকেই স্টল বরাদ্দ দেয়া হয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে স্টলের জায়গা চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে লটারির মাধ্যমে।

তিনি বলেন, এবারে মেলার আয়োজন হচ্ছে বিশেষ নকশায়। প্রখ্যাত নকশাকারী এনামুল কবির নির্ঝরের নির্দেশনায় মেলার নকশা হয়েছে। মেলার মধ্যকার রাস্তগুলোও এবারে প্রশস্ত করা হয়েছে। উদ্বোধনের আগেই স্টল এবং প্যাভেলিয়ন সাজানোর নির্দেশনা রয়েছে।

আশা করছি, প্রকাশকরা সে নির্দেশনা মেনেই কাজ শেষ করবেন।

এএসএস/এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।