বইমেলায় আবদুল্লাহ মজুমদারের দুটি বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

এবারের অমর একুশে বইমেলায় মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের দুটি বই প্রকাশিত হচ্ছে। দুটিই শিশুতোষ গল্পের বই। একটি হলো ‘তুমি আমার স্কুল’, আরেকটি হলো ‘লাবিবের বইমেলা’। প্রতিটি বইয়ে ৫টি করে গল্প রয়েছে।

প্রতিটি গল্পে দেশের স্বাধীনতা, শিশুশ্রম, পথশিশুদের জীবন সংগ্রাম, মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণসহ শিশুদের জীবনাচরণের বিভিন্ন দিক ফুটে উঠেছে।

বই দুটি প্রকাশ করছে সাহিত্যদেশ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মহিউদ্দিন আকবর।

বই দুটি সম্পর্কে লেখক বলেন, ‘গল্পগুলো শিশুদের অন্তরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ ও ছোটবেলা থেকেই নিজেকে গড়ার স্বপ্ন, আত্মপ্রত্যয় অর্জন ও অসামান্য প্রেরণা লাভ করবে।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।