মাহরীন ফেরদৌসের কাচবন্দি সিম্ফনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

মাহরীন ফেরদৌস বেশ কিছু বছর ‘একুয়া রেজিয়া’ নামের আড়ালে থেকেই প্রকাশ করেছেন গল্প, উপন্যাস, ফিচার ও ভ্রমণকাহিনি। প্রকাশিত ছয়টি বইয়ের মধ্যে ‘কিছু বিষাদ হোক পাখি’, ‘এই শহরে মেঘেরা একা’ ও ‘মনোসরণি’ উপন্যাসের জন্য হয়েছেন পাঠকপ্রিয়।

২০১৮ সালে প্রকাশিত গল্পগ্রন্থ ‘গল্পগুলো বাড়ি গেছে’ হয়েছিল বেস্ট সেলার। এবারের বইমেলায় আসছে তার সপ্তম বই ‘কাচবন্দি সিম্ফনি’। বইটিতে রয়েছে ১০টি ভিন্নধারার গল্প। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। অলংকরণ করেছেন ফাইজা ইসলাম। প্রকাশ করছে পেন্সিল পাবলিকেশনস। মূল্য রাখা হয়েছে ২১৫ টাকা।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘বন্ধ জানালায় বাধা পেয়ে দেয়ালের আড়ালে বেঁচে থাকা মানুষগুলোর কাছে ছুটে যেতে চায় অসংখ্য গল্প, কখনো না তৈরি হওয়া কোনো সিম্ফনির মতো... কাচবন্দি সিম্ফনি...’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।