রনি রেজার ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯

তরুণ কথাশিল্পী রনি রেজার প্রথম গল্পগ্রন্থ পাওয়া যাবে এবারের বইমেলায়। ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ নামের বইটি মেলার শুরু থেকেই পাওয়া যাবে বেহুলাবাংলা, টাপুর-টুপুর ও মাদুলির স্টলে। বইটির মূল্য ১৭৫ টাকা।

বেহুলাবাংলা প্রকাশন থেকে প্রকাশিত বইটি সাজানো হয়েছে ১০টি গল্প দিয়ে। প্রতিটি গল্পেই রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ ও বাস্তবতা।

বইটির ফ্ল্যাপে ভারতীয় কথাসাহিত্যিক অমিত গোস্বামী লিখেছেন, ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ নামেই কেমন রহস্য ছড়িয়ে আছে। হ্যাঁ, রহস্যময় ভঙ্গিতেই চারপাশের কথাগুলো তুলে ধরেছেন সাবলীলভাবে। পাঠক যখন তার বর্ণনা পড়বে সমস্ত দৃশ্যই চেনা লাগবে। যেন কল্পনার ডালিতে সাজিয়েছেন আমার কথাগুলোই। এখানেই লেখকের মুন্সিয়ানা। বইটি সবাইকে অন্যরকম ভালোলাগা উপহার দেবে।’

রনি রেজা বলেন, ‘সাহিত্য শুধু পাঠ্য বিষয় নয়, এটি সমাজ বিনির্মাণেও ভূমিকা রাখতে পারে। আমাদের চারপাশে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে, যা কল্পনাকেও হার মানায়। আবার কিছু ঘটনা থেকে ভবিষ্যতে ঘটবে এমন অলৌকিক কিছুও আঁচ করা যায়। এসব বিষয় কল্পনার প্রলেপ দিয়ে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।