২৭তম দিনে মেলায় নতুন বই ২০২টি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলার শিষ দিকে মেলায় নতুন বইয়ের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার মেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ২০২টি। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত কয়েকদিনে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ছাড়িয়েছে চার সহস্রাধিক। ২৭তম দিনে মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে- গল্প ৪০টি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ ১৬টি, কবিতা ৬০টি, গবেষণা ৮টি, ছড়া ৬টি, শিশুসাহিত্য ৪টি, জীবনী ৫টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৫টি, ইতিহাস ৩টি, রম্য/ধাঁধা ১টি।

এছাড়া ধর্মীয় ৪টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ৮টি, অন্যান্য ৯টিসহ সর্বমোট ২০২টি।

এমএইচ/এএসএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।