অদৃশ্য প্রযুক্তি বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তিবিদ ও শিক্ষক ড. সাজ্জাদ হোসেনের ‘অদৃশ্য প্রযুক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৬টায় নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি রাসেল আশেকী, লেখকের স্ত্রী শারমিনা চৌধুরী প্রমুখ।
প্রযুক্তি নিয়ে লেখা তার দ্বিতীয় বই এটি। প্রকাশ করেছে প্রথম পালক প্রকাশনী। প্রচ্ছদ করেছেন দেওয়ান মিজান। বইটি পাঠক সমাবেশের ১৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মূল্য ধরা হয়েছে ২৬০ টাকা।
বইটি পর্যালোচনা করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাস কুদ্দুছ বলেন, ‘বইটি পড়ে তরুণরা প্রযুক্তি সম্পর্কে আরও সহজভাবে জানতে পারবে।’
এসইউ/জেআইএম