ধ্রুব নীলের ‘মায়াদ্বীপ ২৩৯০’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

ভবিষ্যতের এক দ্বীপের গল্প। মূল ভূখণ্ডের কথা জানে না সেই দ্বীপের বাসিন্দারা। কাজ করে ‘কোম্পানি’তে। গ্রামবাসীর কাছে ওই কোম্পানিই সব। তাদের কর্তা। কোম্পানির কথামতো চলতে বাধ্য সবাই। কিন্তু বাধ সাধে অন্তু নামের এক দুঃসাহসী কিশোর। অনুসন্ধানী মন উঁকি দিতে চায় গণ্ডির বাইরে। পালাতে চায় মায়াদ্বীপ ছেড়ে। সঙ্গী হয় বন্ধু ফটিক। এরপরই খুলতে থাকে একটার পর একটা মুখোশ।

ধ্রুব নীলের ‘মায়াদ্বীপ ২৩৯০’ নামের সায়েন্স ফিকশনটিতে আছে মাটির ঘ্রাণ। আছে প্রকৃতির কাছে থাকার আকুলতা। আছে মানুষের শেকল ছেঁড়ার যত ইতিহাস, তার পুনরাবৃত্তি। বইটি পাওয়া যাচ্ছে বাবুইয়ের ৫৩৮ নম্বর স্টলে। দাম ২০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন নাজমুল মাসুম।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।