মোস্তাফিজুর রহমানের ‘দ্বন্দ্ব ও পথের খেলা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মোস্তাফিজুর রহমানের প্রথম গল্পগ্রন্থ ‘দ্বন্দ্ব ও পথের খেলা’। অগ্রদূত অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত ১০০ পৃষ্ঠার বইটিতে ১২টি গল্প রয়েছে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

বইমেলার ৩৩১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ১৮০ টাকা। মোস্তাফিজুর রহমানের গল্প জাতীয় দৈনিক, সাহিত্য পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে ২০১১ সাল থেকে। লেখালেখি শুরু আরও আগে। তবে এটি তার প্রথম গল্পগ্রন্থ।

বইয়ের নামকরণ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বইয়ের প্রথম গল্পের নাম ‘দ্বন্দ্ব’। মাঝের একটি গল্প ‘পথ’ নামে। শেষ গল্পের নাম ‘খেলা’। তিনটি নাম এক করে নাম রেখেছি ‘দ্বন্দ্ব ও পথের খেলা’।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।