বইমেলায় মানিকের দুটি বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলায় কণ্ঠশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের ২টি বই পাওয়া যাচ্ছে। বই দুটি হচ্ছে- উপন্যাস ‘রোহিঙ্গা তরুণী’ ও শিশুতোষ ছড়াগান ‘সবুজ পরীর গান’।

তার প্রথম উপন্যাস ‘রোহিঙ্গা তরুণী’ প্রকাশ করেছে সেভেন্টিওয়ান। পাওয়া যাচ্ছে একাডেমি চত্ত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে। বইটির মূল্য ১৫০ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া কালো প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শিশুতোষ ছড়াগানের বই ‘সবুজ পরীর গান’। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৬৭০ নম্বর স্টলে। বই দুটির প্রচ্ছদ এঁকেছেন মাহবুব মুর্শিদ।

মানিক বলেন, ‘উপন্যাসে রোহিঙ্গা সংকটের জটিল সমীকরণের একটি দারুণ সমাধান পাবেন। এছাড়া ছড়াগান শিশু-কিশোরদের মাঝে ভালোবাসার সৌরভ ছড়াবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।