সাইফ বরকতুল্লাহর ‘তেত্রিশ নম্বর জীবন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

বইমেলায় আসছে সাইফ বরকতুল্লাহর গল্পগ্রন্থ ‘তেত্রিশ নম্বর জীবন’। বারোটি গল্প নিয়ে বইটি প্রকাশ করবে তিউড়ি পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। মেলার প্রথম দিন থেকেই ৬২০ নম্বর স্টল বইটি পাওয়া যাবে।

বইয়ের গল্পগুলো হলো- দিন আসে দিন ফুরায়, তেত্রিশ নম্বর জীবন, চিমটি, চিকুনগুনিয়া, দ্বিতীয় বউ চলে গেল, হৃদয় ঘরে হৃদয় পোড়ে, বেগুনি রংয়ের মন, সবুজ ধানক্ষেত এবং রক্তমাখা শার্ট, সুন্দরী লেখিকাগণ, তবে কেন দেখা হয়েছিল এবং স্বপ্নের মৃত্যুসংবাদ।

সাইফ বরকতুল্লাহ বলেন, ‘এটি আমার প্রথম গল্পগ্রন্থ। তবে প্রকাশিত বই হিসেবে পঞ্চম বই। ২০১০ সালে একটি, ২০১৫ সালে একটি, ২০১৬ সালে একটি এবং বাকি গল্পগুলো ২০১৭ সালে লেখা।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।