দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

‘দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার’ পেলেন ১৭ কবি ও লেখক। কবিতা, গল্প, উপন্যাস ও গবেষণা প্রবন্ধ শাখায় তারা এ পুরস্কার লাভ করেন। দেশজ প্রকাশনের আয়োজনে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

কবিতায় সৌম্য সালেক, সায়ীদ আবু বকর, আহমেদ বাবলু, মামুন সারওয়ার, মোস্তফা হায়দার, ছোটগল্পে প্রিন্স আশরাফ, আসাদুল্লাহ মামুন, মঈন শেখ, প্রত্যয় হামিদ, আখতার মাহমুদ, উপন্যাসে প্রিন্স আশরাফ, ফাহমিদা বারী, হাবীব কাইউম, গবেষণা প্রবন্ধে ড. আশরাফ পিন্টু, মুহাম্মদ ফরিদ হাসান, মঈন শেখ ও সায়ীদ আবু বকর পুরস্কার লাভ করেন।

পুরস্কারের অর্থমূল্য হিসেবে যথাক্রমে ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি ২০১৮ সালের বইমেলায় গ্রন্থাকারে প্রকাশ করবে দেশজ প্রকাশন। বিজয়ী কবি ও লেখকদের আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

গত ১ জুন দেশজ প্রকাশন লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করে। প্রাপ্ত পাণ্ডুলিপির ভিত্তিতে বিভিন্ন শাখায় ১৭ লেখককে নির্বাচিত করা হয়।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।