বই প্রকাশের ২৫ বছর

বইমেলায় পলাশ মাহবুবের নতুন ৩ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা পলাশ মাহবুব। লেখালেখির সাথে ছোটবেলা থেকেই যুক্ত। তার লেখা বই প্রকাশের শুরু এই শতাব্দীর একদম গোড়ায় অর্থাৎ ২০০০ সাল থেকে। সেই হিসেবে এ বছর পলাশ মাহবুবের বই প্রকাশের ২৫ বছর তথা রজত জয়ন্তী। এই ২৫ বছরে প্রকাশিত হয়েছে ৬৬টির মতো বই। যার মধ্যে আছে গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ছড়া, রম্যরচনা ইত্যাদি।

এ বছর এই লেখকের ৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে গত বছরের মেলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘পমার বচন’ বইয়ের নতুন খণ্ড ‘পমার বচন ২’ উল্লেখযোগ্য। এ ছাড়া আরও প্রকাশিত হয়েছে ভালোবাসা ও প্রেমের ছোট ছোট জীবন ঘনিষ্ঠ শের-এর সংকলন ‘প্রেমাণুকাব্য’।

বিজ্ঞাপন

শিশু-কিশোরদের জন্য অনেক বছর ধরে ‘লজিক লাবু’ নামে দারুণ এক অ্যাডভেঞ্চার সিরিজ লিখছেন পলাশ মাহবুব। এ বছর প্রকাশিত হয়েছে লজিক লাবু সিরিজের ৭ম উপন্যাস ‘তেরো নম্বর তুলকালাম।’ তিনটি বই-ই প্রকাশিত হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে।

‘বই প্রকাশের ২৫ বছর’র অনুভূতি সম্পর্কে পলাশ মাহবুব বলেন, ‘কখনো ভাবিনি একটানা ২৫ বছর ধরে বই প্রকাশিত হবে। নিঃসন্দেহে অসাধারণ অনুভূতি। লেখালেখি এখন অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে। অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।