বইমেলায় পাওয়া যাচ্ছে ইমরুল ইউসুফের দুটি বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফের দুটি বই। এর মধ্যে একটি অনুবই ‘ক্যাম্পাসাণুকাব্য’, অপরটি ‘শিশুদের কত বই: শত বই’।

‘ক্যাম্পাসাণুকাব্য’ ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রতিটি অণুকাব্যই পাঠকের সামনে মেলে ধরবে ঘটমান চিরচেনা দৃশ্য কিংবা খুলে দেবে ফেলে আসা স্মৃতির ঝাঁপি।

বিজ্ঞাপন

বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ। বইয়ের গায়ের দাম ২০০ টাকা হলেও বিক্রয় মূল্য ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার ২৯ নম্বর প্যাভিলিয়নে।

‘শিশুদের কত বই: শত বই’ বইটি প্রকাশ করেছে কিডজ কারাভান। শিশুতোষ শতাধিক বইয়ের আলোচনার সংকলন বইটি। লেখাগুলোর বেশিরভাগই প্রকাশিত হয়েছিল ২০০২-২০১৪ সময়কালে। বইয়ের আলোচনা গল্প বলার ঢঙে শিশুদের উপযোগী করে লেখার কারণে সে সময় লেখাগুলো পাঠকপ্রিয়তা পায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেসব লেখার মধ্য থেকে শিশুতোষ বইয়ের আলোচনাগুলো লিপিবদ্ধ করা হয়েছে এ বইয়ে। পাঠকের সুবিধার্থে লেখকের নাম বর্ণানুক্রমিকভাবে সাজানোর পাশাপাশি মুদ্রিত হয়েছে বইয়ের নাম, ছবি ও প্রকাশনার তারিখ।

বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইয়ের গায়ের দাম ৪০০ টাকা হলেও বিক্রয় মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার শিশু চত্বরের ৯৪৩ নম্বর স্টলে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।