রকিবুল ইসলাম মুকুলের সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশক অনিন্দ্য প্রকাশ। বইটি পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশের ৭২৫-৭২৮ নম্বর স্টলে।

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন প্রাণীর অস্বাভাবিক আকার ধারণ এবং মানুষের লড়াইকে কেন্দ্র করে সায়েন্স ফ্যান্টাসিটির ঘটনাপ্রবাহ এগিয়ে গেছে। প্রচলিত সায়েন্স ফিকশন না হয়ে ফ্যান্টাসি হওয়ায় পাঠকরা শুরু থেকে শেষ অবধি নিজের অজান্তেই ঢুকে পড়বেন একটি কল্পনার জগতে। নিজের চারপাশে আবিষ্কার করবেন পরাবাস্তবতা। ফ্যান্টাসি হলেও ‘নীল কুয়াশায়’ আছে কল্পবিজ্ঞানের ছোঁয়া এবং বিজ্ঞানের আঙ্গিকও। এতে আছে আবেগ, প্রেম এবং ভাবনার আলাদা জগতও।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন জানান, লেখক রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে লিখছেন। মানুষের জীবনবোধ ও প্রত্যেকের আলাদা আলাদা ভাবনার জগত তার লেখার আলাদা বৈশিষ্ট্য। এর আগে তার উপন্যাস এবং সায়েন্স ফ্যান্টাসিগুলো পাঠকরা গ্রহণ করেছেন এবং প্রশংসা কুড়িয়েছে। ‘নীল কুয়াশায়’ সায়েন্স ফ্যান্টাসিটিও আশা করি পাঠকদের ভালো লাগবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রকিবুল ইসলাম মুকুলের উপন্যাস ‘শিশমহল’, ‘অন্ধকারে একা’, ‘পথ হারিয়ে পথে’, ‘অমাবস্যায় কালো চাঁদ’, ‘দোলনচাঁপার ঘ্রাণ’, ‘প্রজাপতি মন’, ‘এখন অনেক রাত’, ‘নদীর নাম ময়ূরাক্ষী’; সায়েন্স ফ্যান্টাসি ‘বোবা’, ‘ব্ল্যাক নাইট’, ‘মাইক্রোপিপ’, ‘সেন্টমার্টিনে টিনা’, ‘স্কুল ট্রিপে নাসা অভিযান’, ‘মৃত্যুপুরী টাইটান’; গল্পের বই ‘পরী’ এবং কবিতার বই ‘আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি’ উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।