বিভ্রান্তি এড়িয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ তথ্য পাবেন যেভাবে

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

কয়েকবার করে পাল্টাচ্ছে আবেদন ও পরীক্ষার তারিখ। কোথাও স্থগিত ভর্তি কার্যক্রম, কোথাও হচ্ছে সংঘর্ষ। কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছতে থাকছে আবার থাকছে না, কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে—এসব নিয়েই স্নাতক প্রথম বর্ষে ভর্তি প্রার্থীরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ছেন। অনলাইনে প্রতিনিয়ত এসব নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হচ্ছে। কিন্তু একজন পরীক্ষার্থীর জন্য সঠিক সময়ে সঠিক তথ্যটি পাওয়া খুব গুরুত্বপূর্ণ। কেননা ছোট্ট একটি ভুল তথ্য তার জীবনে ক্ষতির কারণ হতে পারে।

তাই জেনে নিন কীভাবে তথ্য সংগ্রহ করলে আপনি সব সময় সঠিক দিনক্ষণগুলো জানবেন—

বিজ্ঞাপন

১. অফিসিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিত চেক করুন
বিশ্ববিদ্যালয় বা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে সর্বশেষ ভর্তি সংবাদ প্রকাশ করা হয়। নিয়মিত খেয়াল রাখুন।

২. সরকারি পোর্টাল ও ফেসবুক পেজগুলো ফলো করুন
বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়। এ ছাড়াও ফেসবুকে এখন বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ আছে। সেসব পেজে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য পোস্ট করা হয়। সেখান থেকে তথ্য সংগ্রহ করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩. বিশ্বস্ত সংবাদপত্র ও অনলাইন পোর্টাল পড়ুন
বিশ্বস্ত জাতীয় দৈনিকগুলো এবং প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালগুলোতে চোখ রাখুন। অপরিচিত সোর্সের তথ্য বিশ্বাস করবেন না। অনলাইন নিউজ পোর্টালগুলোর নোটিফিকেশন চালু রাখতে পারেন।

৪. সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকুন
ফেসবুক, এক্স বা লিংকডইনে বিশ্ববিদ্যালয় বা কলেজের অফিসিয়াল পেজ ফলো করুন। অনেক ফেসবুক পেজ এনগেজমেন্টের উদ্দেশ্যে তথ্য যাচাই না করেই পোস্ট করে দেয়। আবার কেউ কেউ পুরোনো খবর নতুন করে পোস্ট করে ভিউয়ের আশায়। এসব ফাঁদ এড়িয়ে চলতে শুধু সার্টিফায়েড পেজ ফলো করুন। ভুয়া বা পুরোনো তথ্য শেয়ার করা পেজ বা গ্রুপগুলো এড়িয়ে চলুন।

৫. মোবাইল অ্যাপ ও এসএমএস সার্ভিস ব্যবহার করুন
কিছু বিশ্ববিদ্যালয় মোবাইল অ্যাপ বা এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত আপডেট পাঠায়। এ মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৬. গাইডেন্স সেন্টারের সাহায্য নিন
ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক শিক্ষার্থী কোচিং করে থাকেন। ভালো কোচিং সেন্টারগুলো ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে বেশ তৎপর থাকে এবং সর্বশেষ তথ্য সংগ্রহ করে রাখে শিক্ষার্থীদের বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য। এ ধরনের বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়া অন্য সূত্র থেকে পাওয়া তথ্য আরেকবার ওয়েবসাইটে দেখে নেবেন।

৭. ভুয়া তথ্য চিনতে শিখুন
অফিসিয়াল সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস করবেন না। পুরোনো নোটিশ বা ভুয়া বিজ্ঞাপন দেখলে ক্রস-চেক করুন।

৮. ই-মেইল বা নিউজলেটার সাবস্ক্রাইব করুন
অনেক বিশ্ববিদ্যালয় ইমেল বা নিউজলেটারের মাধ্যমে ভর্তি সংক্রান্ত আপডেট পাঠায়। সাবস্ক্রাইব করে রাখুন।

বিজ্ঞাপন

৯. বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন
বন্ধু বা সহপাঠীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। যেন কোনো আপডেট অজানা না থাকে।

১০. সরাসরি যোগাযোগ করুন
কোনো তথ্য নিয়ে দ্বিধা থাকলে সরাসরি বিশ্ববিদ্যালয় বা কলেজের অ্যাডমিশন অফিসে ফোন বা ই-মেইল করুন।

এসব গাইডলাইন অনুসরণ করে ভর্তিপ্রার্থীরা সর্বশেষ তথ্য পেতে পারেন এবং বিভ্রান্তি এড়াতে পারেন।

বিজ্ঞাপন

এএমপি/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।