জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

১৭ বছর রাষ্ট্রীয় সন্ত্রাস দেখে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

আওয়ামী লীগের শাসনামলে প্রায় ১৭ বছর রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে দেখতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, ‘১৭ বছরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত বছরগুলোতে দেশব্যাপী বৈষম্য, ভোটাধিকার হরণ, খুন, গুম এবং নৈরাজ্যের রাজনীতি দেখে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে বেড়ে উঠেছে। জুলাই বিপ্লবে তাদের আকাশ থেকে গুলি করে মারার মর্মান্তিক দৃশ্য দেখতে হয়েছে। ভ্যানে করে শহীদের লাশ নিয়ে যাওয়ার পরিস্থিতি দেখতে হয়েছে। বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থীদের আগুনে পুড়িয়ে লাশ দাহ করার ফিল্মি স্টাইলের দৃশ্য প্রত্যক্ষ করতে হয়েছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা’ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের এ কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে দেখতে আজ তারা ক্লান্ত-পরিশ্রান্ত। এজন্যই দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে পর্যায়ক্রমে কর্মশালা পরিচালনা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করলে অবশ্যই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হবে। শিক্ষাব্যবস্থাকে সুনির্দিষ্টভাবে ঢেলে সাজাতে হবে যেন একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে তার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী মো. আব্দুর রহমান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ মশিউল হোসাইন।

দিনব্যাপী কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর সৈয়দ তানভীর রহমান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, এডুকেশনাল অ্যান্ড কাইন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিজা ফেরদৌসী, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহযোগী অধ্যাপক নাঈমা রুম্মান শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

কর্মশালায় চারটি কলেজের ১৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।

বিজ্ঞাপন

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।