রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছাড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। একই সঙ্গে তিনি আদর্শ শিক্ষক হিসেবে শুধু শিক্ষক পরিচয় দেওয়ার আহ্বান জানান।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর মিরপুর কমার্স কলেজে জুলাই বিপ্লবে শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কলেজে শিক্ষকদের দলাদলি ও রাজনীতি বন্ধ না করা গেলে কোনোভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে বাইরে গিয়ে রাজনীতি করুন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, একই দিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক আমানুল্লাহ। সেখানে তিনি দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষাব্যবস্থার তীব্র সমালোচনা করেন। এছাড়া নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন উপাচার্য।

পরে শাহ আলী মহিলা কলেজে জুলাই বিপ্লবে শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এছাড়া শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করা হয়।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।