৭ কলেজের স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে সাত কলেজের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়। মধ্যরাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস জানিয়েছেন, স্থগিত এসব পরীক্ষার বিষয়ে দ্রুতই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা চাইলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকেই অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে। এসব বিষয় নিয়ে আজ  শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত বিভিন্ন বিষয়সহ সাত কলেজের চলমান সংকট নিরসনে উপাচার্য ও অন্যান্য ঊর্ধ্বতন শিক্ষকদের সমন্বয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গতকালের সংঘর্ষসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলমান বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা যথারীতি চালানোর বিষয়ে সবাই প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা যদি বলেন, কাল থেকেই পরীক্ষায় বসবে, তাহলে কাল থেকেই পরীক্ষা শুরু হবে। আর আজকের যে পরীক্ষা স্থগিত হয়েছে সেটির ব্যাপারে নতুন করে তারিখ প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধ্যক্ষ আরও বলেন, আমি বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। তাদের সিদ্ধান্তই প্রাধান্য দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করা হলেও বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাজীবন ঢাবির অধীনেই শেষ হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এর আগে, দুপুরে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।

অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২০২৪ সালর ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য জোর সুপারিশ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যেন তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

বিজ্ঞাপন

শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভা সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এনএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।