গুচ্ছ ভর্তি বহাল দাবি

এবার ইউজিসির মূল ফটকে তালা দিলেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫
ইউজিসির মূল ফটকে শিক্ষার্থীদের অবস্থান

২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখার দাবিতে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবির বিষয়ে কোনো নির্দেশনা না আসায় ইউজিসি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।

বিজ্ঞাপন

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী সিয়াম হাাসান বলেন, ‘গতকাল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। তারা বলেছিলেন কঠোর নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে রাখতে বাধ্য করা হবে। অথচ আজ দুপুর গড়িয়ে গেলেও আমরা কোনো নির্দেশনা পাইনি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউজিসি ফটকে তালা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘কিছুক্ষণ পর অফিস সময় শেষ। ইউজিসি বলতে পারে যে আজ তো অফিস আওয়ার শেষ, আগামীকাল দেখবে। সেজন্য আমরা চাই, আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি না মানা পর্যন্ত আমরা ইউজিসি ফটকের তালা খুলবো না।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন। এদিন, ‘২৪-এর বাংলায় ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ চাই’ লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। তাদের সঙ্গে কয়েকজন অভিভাবককেও অবস্থান করতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোববার (২৬ জানুয়ারি) ইউজিসি তাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ পাঠালেও তারা দৃশ্যমান কোনো ফল পাননি। এজন্য আজ আবারও অবস্থান নিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাদের দাবি—২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রেখে রাষ্ট্রপতির আদেশ জারি করতে হবে। তাছাড়া গুচ্ছ পদ্ধতিতে কিছু যৌক্তিক সংস্কারও চান শিক্ষার্থীরা।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।