প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আবু তাহের মাসুদ রানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫
আবু তাহের মো. মাসুদ রানা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

সচিব পদে পদোন্নতির পর তাকে নিয়োগ দিয়ে বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গত ১ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

অন্য আদেশে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংবিধান সংস্কার কমিশনের গবেষণা কাজে সহায়তার জন্য অবৈতনিক গবেষক হিসেবে কমিশন প্রধানের মেয়াদকাল বা তার সন্তুষ্টি (যেটি আগে ঘটে) সাপেক্ষে চারজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিতে নিয়োগপ্রাপ্ত গবেষকরা হচ্ছেন- মো. মুজাহিদুল ইসলাম, বিপ্লব কান্তি সরকার, মো. রবিউল ইসলাম ও সহুল আহমদ মুন্না।

আরএমএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।