ছাপা পাঠ্যবইয়ে গণঅভ্যুত্থানে শহীদের ভুল নাম, অনলাইনে ‌‌‘ঠিক’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৫
জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধ-নাফিসা-আবু সাঈদ

পাঠ্যবইয়ে এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে গল্প-কবিতা ও প্রবন্ধ স্থান পেয়েছে। তবে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের একটি গল্পে শহীদের নাম ভুল লেখা হয়েছে। ‘নাহিয়ান’ নামে একজনের কথা উল্লেখ থাকলেও এ নামে কোনো শহীদের তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি সমালোচনার মুখে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নাহিয়ানের স্থলে লেখা হয়েছে ‘নাফিসা’ নাম।

পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ নামে একটি গল্প রাখা হয়েছে। সেখানে শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভাষা সৈনিক থেকে শুরু করে বিভিন্ন গণঅভ্যুত্থানে শহীদদের নাম রাখা হয়েছে। রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠদের নামও। গল্পের শেষে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের নাম ও অবদান তুলে ধরা হয়েছে।

গল্পের শেষাংশে লেখা হয়েছে, অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এ দেশের শিক্ষার্থীরা ২০২৪ সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়।

‘ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন। নিহত হন (গোলাম) নাফিজ, নাহিয়ান, আনাসসহ অগণিত প্রাণ। মায়ের কোলের শিশু, বাবার সাথে খেলতে থাকা শিশু, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকুরিজীবী, মা, পথচারী কেউ বাদ যায় না। সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে।’

গল্পটি পর্যালোচনা করে দেখা যায়, মোট পাঁচজন শহীদের নাম উল্লেখ করা হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, নাফিজ, নাহিয়ান ও আনাস। তাদের মধ্যে নাহিয়ান নামে কোনো শহীদের তথ্য পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

jagonews24

এদিকে, নাহিয়ান নামটি ভুল করে লেখা হয়েছে বলে স্বীকার করেছে এনসিটিবির কর্মকর্তারা। পাশাপাশি পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনে নাহিয়ানের স্থলে নাফিসার নাম যুক্ত করা হয়েছে। তবে যেসব বই ছাপা হয়ে গেছে, সেগুলোতে ভুল নামটি থেকে গেছে।

এনসিটিবির কর্মকর্তারা জানান, শহীদদের মধ্যে একজন নারীর নাম যুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। এক্ষেত্রে তারা টঙ্গীর সাহাজউদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক স্কুলের এইচএসসি পরীক্ষার্থী নাফিসার নাম অন্তর্ভুক্তি করতে চেয়েছিলেন। সাভারে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন নাফিসা।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হক বলেন, নামটা ভুল হয়েছিল। আমরা জানতে পেরে সেটা ঠিক করেছি। পঞ্চম শ্রেণির খুব বেশি বই ছাপা হয়নি। পরবর্তীতে যেগুলো ছাপা হবে, তাতে সঠিক নাম যুক্ত করা হয়েছে। তাছাড়া অনলাইনে ভার্সনেও আমরা নামটি ঠিক করে দিয়েছি। আশা করি, এ নিয়ে আর বিভ্রান্তি হবে না।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।