হত্যা-গ্রেফতার, নানা গল্পে মুখরিত ছিল ভারতীয় শোবিজ
‘অ্যানিমেল’ ও ‘ডানকি’ ছবি দুটির আলোচনার রেশ নিয়ে বলিউডে ২০২৪ সালের শুরুটা ছিল বেশ সিনেমামুখর। পুরো বছরে বেশ কিছু সিনেমায় সাফল্যের দেখা মিলেছে। তবে সিনেমার বাইরে নানা কিছু নিয়ে সরগরম ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের শোবিজ। ঘটনা-দুর্ঘটনা, প্রেম-বিয়ে ও বিচ্ছেদ, রাজনীতি, মৃত্যুর খবর যেমন আলোচিত হয়েছে তেমনি প্রযোজক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা, সালমান খানকে হত্যার হুমকি ও আল্লু অর্জুনের মতো তারকাকে গ্রেফতার করার মতো চমকে যাবার মতো ঘটনাও ঘটেছে বছরজুড়ে।
সংক্ষিপ্ত বর্ণনায় দেখে নেয়া যাক ভারতীয় শোবিজের ২০২৪ সালটি কেমন ছিল-
বৈচিত্রময় বলিউড
‘অ্যানিমেল’ ও ‘ডানকি’র সাফল্যের রেশ নিয়ে শুরু হওয়া বলিউড চলতি বছরেও অনেক হিট সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ উপহার দিয়েছে। সেইসব সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ফাইটার, ভুল ভুলাইয়া ৩, সিংঘম এগেইন, স্ত্রী ২, আমর সিং চমকিলা, তেরি বাতোঁ মেইন আইসা উলঝা জিয়া, আর্টিকেল ৩৭০, শয়তান, ক্রিউ, ব্যাড নিউজ, মেরি ক্রিস্টমাস, তেরি বাতো মে এয়সা উলঝা জিয়া, বিনি অ্যান্ড ফ্যামিলি, ফাইটার, খেল খেল মেইন, মুঞ্জ্যা, দ্য বাকিংহাম মার্ডার্স, লাপাত্তা লেডিজ, মার্ডার মুবারাক, বড়ে মিয়া ছোটে মিয়া, ময়দান, ভেদা, বেবি জন ইত্যাদি। হিট ওয়েব সিরিজগুলোর মধ্যে ‘হীরামান্ডি’, ‘পঞ্চায়েত’, ‘মির্জাপুর’ ছিল শীর্ষে।
সাউথ ইন্ডাস্ট্রির সিনেমার বাজিমাত
ভারতের সিনেমার সবচেয়ে বড় বাজার এখন দক্ষিণ ভারতে। তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লাম সিনেমাগুলো দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে দিন দিন রঙ ছড়াচ্ছে। সেখানকার তারকারাও হয়ে উঠছেন গ্লোবাল স্টার। চলতি বছরেও সেই রেশ ছিল। এবার মুক্তি পেয়ে দারুণ সাফল্য পেয়েছে ‘মহারাজা’, ‘গোট’, ‘ভেট্টাইয়ান’, লাল সেলাম’, ‘ইন্ডিয়ান ২’, ‘দেবারা’, ‘কল্কি ২৮২৯ এডি’, ‘লাকি ভাস্কর’, ‘বাঘিরা’, ‘গুন্টুর করম’, ‘হনুমান’, ‘প্রেমালু’, ‘আভিশাম’, ‘মঞ্জুমাল বয়েজ’, ‘গেম চেঞ্জার’ ইত্যাদি ছবিগুলো। তবে সুকুমারের ‘পুষ্পা ২’ ছবিটি বছরে শেষদিকে বাজিমাত করে দিয়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের এই ছবিটি একাধিক ভাষায় হিট হয়ে দক্ষিণী সিনেমার প্রতি বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
বাবা সিদ্দিকীকে হত্যা ও সালমান খানকে হুমকি
বলিউডের প্রযোজক ও নেতা বাবা সিদ্দিকীকে কড়া নিরাপত্তার মধ্যেও ১২ অক্টোবর গুলি করে খুন করা হয়। ঘটনাটি বেশ আতঙ্কের সৃষ্টি করে ভারতজুড়ে। পাশাপাশি এটি বলিউডেও চিন্তার ভাঁজ ফেলে। কারণ অভিনেতা সালমান খানসহ অনেকেই বাবা সিদ্দিকীর ঘনিষ্ট বলে পরিচিত। তার মৃত্যুর পর সালমানকেও কয়েক দফা হুমকি দেয়া হয়। এ নিয়ে সালমানের নিরাপত্তার ব্যাপারে সংশয় তৈরি হলে তাকে ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার।
রাজ কাপুরের শততম জন্মদিন
ভারতের সিনেমার শোম্যান বলা হয় রাজ কাপুরকে। প্রয়াত এই কিংবদন্তির শততম জন্মদিন পালিত হয় চলতি বছরের ১৪ ডিসেম্বর। এই উপলক্ষে বলিউডের নামিদামি ব্যক্তিরা তাকে শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠানে অংশ নেন। রাজ কাপুরের পরিবারের সদস্যরাও বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছিল।
এ আর রহমানের ডিভোর্স
সঙ্গীতের এই কিংবদন্তী সম্প্রতি ঘোষণা করেন তার দীর্ঘদিনের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবসান ঘটানোর কথা। যা শোবিজের মহলে ব্যাপক আলোচিত বিষয় হয়ে ওঠে।
জাকির হোসেনের মৃত্যু
কিংবদন্তি এই তবলাবাদকের মৃত্যু ভারতজুড়ে শোকের ছায়া ফেলেছে। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাকির হুসেন। তিনি বর্ণাঢ্য এক কর্মজীবনের পাশাপাশি রেখে গেছেন স্ত্রী অ্যান্টোনিয়া মিনেকোলা, তার মেয়ে আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশি, দুই ভাই তৌফিক এবং ফজল কুরেশি এবং বোন খুরশিদ আউলিয়াকে।
ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের সম্পর্কের ভাঙনের গুঞ্জন
বছরজুড়েই শোনা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সংসার ভেঙে যাচ্ছে। তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন উঠেছে। তবে তাদের দাম্পত্য জীবন নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
সিনেমায় শাহরুখ খান ও তার মেয়ে
বলিউড বাদশাহ শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন। ‘কিং’ নামের একটি ছবিতে তাদের অভিনয় করতে দেখা যাবে। বলার অপেক্ষা রাখে না, ছবিটি নিয়ে বলিউডে আলোচনার শেষ নেই।
ঘর বেঁধেছেন সিদ্ধার্থ-কিয়ারা
বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে চলতি বছরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিলাসবহুল আয়োজনে সম্পন্ন হয় এই প্রজন্মের হিট জুটি সিড-কিয়ারার বিয়ে।
নির্বাচনে নেমেই এমপি কঙ্গনা
চলতি বছরের ৪ জুন সকাল ৮টায় লোকসভা ভোটকেন্দ্রের ভোট গণনা শুরু হয়। ওই দিন বিকেলে জানা যায়, কংগ্রেস প্রার্থীকে ৭২ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। নানা রকম বিতর্কিত কর্মকান্ড ও কথাবার্তার জন্য সমালোচিত এই অভিনেত্রীর এমপি হওয়ার বিষয়টি ভারতের শোবিজে চলতি বছরের অন্যতম একটি ঘটনা হিসেবে বিবেচিত।
রাজনীতিতে এসে বাজিমাত করে দিলেন পবন
২০২৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি। গুগলে সার্চ করা হয়েছে এমন তারকাদের মধ্যে দ্বিতীয় অবস্থান দখল করেও তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা পবন কল্যাণ। চলতি বছরে রাজনীতিতে যোগদান করেছেন তিনি। আর রাজনীতিতে নাম লিখিয়েই পেয়েছেন অভাবনীয় সাফল্য। তিনি অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পবন ভারতের রাজনৈতিক দল জনসেনা পার্টি (জেএনপি) -এর প্রধান। অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে এবার টিডিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখল করেছে বিজেপি। টিডিপির সঙ্গে বিজেপির জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পবন কল্যাণ। শুধু জোট গঠনে ভূমিকা নেওয়াই নয়, অন্ধ্র বিধানসভা নির্বাচনে ২১টি আসনে লড়াই করে একুশটিতেই জয়ী হয়েছে পবন কল্যাণের জন সেনা পার্টি। একইভাবে লোকসভার দুটি আসনে লড়ে দুটিতেই জয়ী হয়েছে তার দল। স্বভাবতই মোদি সরকার ও তাদের জোটের রাজনীতির অন্দরে কদর বেড়েছে এই অভিনেতা রাজনীতিবিদের। দক্ষিণ ভারতে নিজেদের পায়ে তলার মাটি শক্ত করতে চাওয়া বিজেপির এবং নরেন্দ্র মোদির কাছে তাই পবন কল্যাণের গুরুত্ব এখন অপরিসীম।
কীর্তি সুরেশের বিয়ে
বছরের শেষ দিকে চমক দেখিয়েছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশও। ১৫ বছর ধরে গোপনে চালানো প্রেম প্রকাশ্যে আনেন। তার কিছুদিন পর, ১২ ডিসেম্বর সেই প্রেমিক অ্যান্টনির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাদের হুট করে বিয়ের খবর বেশ চমকে দিয়েছে সবাইকে।
আল্লু অর্জুনের গ্রেফতার
ভারতের হায়দরাবাদের সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তবে কয়েক ঘণ্টা পরই তিনি অন্তর্বর্তী জামিনে ছাড়া পান। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেফতার হন আল্লু অর্জুন। সেদিনই আদালত তাকে অন্তর্বতী জামিন দিয়েছেন। এদিকে তার জামিন পাওয়ায় ক্ষুব্দ স্থানীয় প্রশাসন। তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে বলে জানা যায়।
এলআইএ/জেআইএম