‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

জনপ্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ক্যাডার বাতিলে যে সুপারিশ করতে যাচ্ছে, তা থেকে সরে আসার সুস্পষ্ট ঘোষণার দাবি জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তাদের এ দাবি না মানলে ৩১ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন দাবি-দাওয়া তুলে ধরে তা আদায়ে এমন হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডার বহির্ভূত বা শিক্ষা ক্যাডার বাতিলের পরিকল্পনা থেকে সরে আসার সুস্পষ্ট ঘোষণা দেওয়াসহ ১৫ দফা দাবি জানানো হয়। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের এ উদ্যোগের প্রতিবাদ জানান সংগঠনটির নেতারা।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।