হিট প্রকল্পে উচ্চশিক্ষা গবেষণায় বরাদ্দ ১২০০ কোটি টাকা: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাখাতকে এগিয়ে নিতে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এক হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গবেষণার মানোন্নয়নে ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত স্থান অর্জনে গবেষণা খাতের এ বরাদ্দ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদ ও গবেষকরা। গবেষকরা সঠিকভাবে ভালো প্রস্তাব লিখলে এ খাত থেকে বরাদ্দ পেতে পারেন বলেও জানান সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন কৌশল’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তারা। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএসসির সদস্য অধ্যাপক ড. মো. সোহেল রহমান, ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ, বিশ্বব্যাংকের প্রতিনিধি আসহাবুর রহমান এবং ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান বলেন, অনেক সময় গবেষণার বিষয় ভালো হলেও সঠিকভাবে প্রকল্প প্রস্তাব না লেখার কারণে তা গবেষণা বরাদ্দের জন্য বিবেচিত হয় না। প্রকল্প প্রস্তাবে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যসহ নির্ধারিত অন্যান্য বিষয়গুলো নির্ভুলভাবে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, হিট প্রকল্পের সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে এটিএফ (অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড)। এর আওতায় গবেষণা পরিচালনার জন্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ হয় এমন সব গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিযোগিতার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ দেশের গবেষণা ও উদ্ভাবন খাতে বড় পরিবর্তন নিয়ে আসবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিট প্রকল্পের কনসালটেন্ট অধ্যাপক ড. মোজাহার আলী কর্মশালায় একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়নের কলাকৌশল তুলে ধরেন।

ইউজিসি জানায়, পাঁচ বছরমেয়াদি হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকার ৫০ দশমিক ৯৬ শতাংশ এবং বিশ্বব্যাংক ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থায়ন করবে।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।