খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর নিবন্ধনের সময় বাড়লো
রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী- ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর। এদিন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক ছাত্ররা মেতে উঠবেন প্রাণের উৎসবে। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধনসহ জোরালো প্রস্তুতি।
পুনর্মিলনীতে অংশ নিতে নিবন্ধনের শেষ সময় ছিল ১০ ডিসেম্বর। তবে সবার সুবিধার জন্য নিবন্ধনের সময় বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
‘ওল্ড বয়েজ অ্যাসেসিয়েশন অব খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল (ওবাক)’ এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এবারের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এই আয়োজনে মঞ্চ মাতাবেন জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড ওয়ারফেজ, জলের গান, প্রজন্ম বাউলের শিল্পীরাসহ আরও অনেকে।
- আরও পড়ুন
বাংলাদেশে ক্যাম্পাস চালু করতে চায় চীনের আইএনটিআই বিশ্ববিদ্যালয়
জানুয়ারিতে সব শ্রেণির নতুন বই দেওয়া সম্ভব নাও হতে পারে
পুনর্মিলনীতে অংশ নিতে বিদ্যালয়ের সব প্রাক্তন ছাত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে এ উপলক্ষে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
নিবন্ধনের জন্য ওবাক কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। এছাড়া যে কোনো প্রয়োজনে ০১৯১২৯০৮৭৭৮ বা ০১৮৮৬৪৬৬০৬৬ নম্বরে কল করতে বলা হয়েছে।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে বিদ্যালয়ের পাশাপাশি কলেজ শাখাও রয়েছে। বর্তমানে এটি দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
কেএসআর/জেআইএম