মেরিটাইম ইউনিভার্সিটি

ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীর তালিকা প্রকাশ, আসনপ্রতি লড়বেন ৯০ জন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ১৭ হাজার ৭৮৯ জন। সেই হিসেবে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন প্রায় ৯০ জন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির প্রাথমিক আবেদন যাচাই-বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসিতে তিন হাজার ৩৮ জন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে দুই হাজার ৭৫৯ জন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্সে পাঁচ হাজার ৯৭৪ জন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ছয় হাজার ১৮ জন ভর্তিচ্ছু রয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির ভর্তি আবেদন গত ১০ নভেম্বর শুরু হয়, যা চলে ৭ ডিসেম্বর পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন

মেরিটাইম ইউনিভার্সিটির চারটি অনুষদের পাঁচটি বিভাগে মোট আসন রয়েছে ২০০টি। সেই হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় আসনপ্রতি ৯০ জন ভর্তিচ্ছু লড়াই করবেন।

এদিকে, প্রাথমিক আবেদনে নির্বাচিত প্রার্থীরা অ্যাডমিশন পোর্টালে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের পর চলবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম। এরপর আগামী এপ্রিল মাস থেকে প্রথমবর্ষে ক্লাস শুরু হবে।

যোগ্য প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।