বিসিএস পরীক্ষার খাতা চ্যালেঞ্জের সুযোগ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

বিসিএসে লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, তা দেখার সুযোগ পান চাকরিপ্রার্থীরা। তবে প্রিলিমিনারি টেস্ট ও মৌখিক পরীক্ষায় এ ধরনের সুযোগ নেই। কেউ ভালো পরীক্ষা দিয়েও ফেল বা সুপারিশপ্রাপ্ত না হলে তা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জ করার সুযোগ ছিল না। স্বচ্ছতা নিশ্চিতে এবার সেই সুযোগ রাখার চিন্তা-ভাবনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্র বলছে, বিসিএসে অংশ নেওয়া প্রার্থীদের অধিকাংশেরই পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, তা জানার আগ্রহ অনেক বেশি। সেজন্য আগামীতে লিখিত পরীক্ষার মতো প্রিলি ও মৌখিক পরীক্ষায়ও প্রার্থী কত নম্বর পেয়েছেন, তা জানার সুযোগ রাখা হতে পারে। পাশাপাশি কেউ যদি খাতা চ্যালেঞ্জ করতে চায়, তাকে সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর প্রার্থীদের নম্বর দেখানোর বিষয়ে ভাবা হচ্ছে। সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। কমিশনে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

খাতা চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, অনেকে পরীক্ষায় ভালো করেও উত্তীর্ণ হতে পারেননি বলে অভিযোগ করেন। তারা অনেক সময় পিএসসিকে দোষারোপ করেন। এটি বন্ধে প্রার্থীর খাতা চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হতে পারে। বিষয়টি কমিশন সভায় চূড়ান্ত হবে।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।