শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘নারী নির্যাতনবিরোধী’ শপথপাঠ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথবাক্যা পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হবে। বুধবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদরাসা ও কারিগরি বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শিক্ষার্থী কর্তৃক নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করানোর সিদ্ধান্ত হয়েছে।

‘এমতাবস্থায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত বাস্তবায়নে নারী ও শিশু নির্যাতনবিরোধী শপথ পাঠ করতে নির্দেশনা দেওয়া হলো’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।