বরিশাল বোর্ডের ২টি বিদ্যালয়ে কেউ পাস করেনি


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১১ মে ২০১৬

বরিশাল বোর্ডের দুটি বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বরিশাল বোর্ডের দুটি বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি।

বিদ্যালয় দুটি হচ্ছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার গোলাম রহমান মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যলয়।

এরমধ্যে গোলাম রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন এবং মধুভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৪ জন মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল।

এ প্রসঙ্গে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর জাগো নিউজকে জানান, ওই বিদ্যালয় দুটিকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হবে। এর জবাব পাওয়ার পর প্রতিষ্ঠান দুটির ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

সাইফ আমীন/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।