একটি বাদে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েও ছাত্রের আত্মহত্যা


প্রকাশিত: ১১:২৯ এএম, ১১ মে ২০১৬

এসএসসির ফলাফলে অকৃতকার্য হওয়ায় বরিশালে সর্বজিত ঘোষ হৃদয় (১৬) নামে এক ফলপ্রত্যাশী বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে।
 
বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।

হৃদয় নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও কাটপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী শেখর ঘোষের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ফলাফল জানতে বাসা থেকে বের হয়ে স্কুলে যায় হৃদয়। সেখানকার বোর্ডে লাগানো ফলাফলে তার রোল অকৃতকার্যের ঘরে দেখে সে নগরীর প্যারারা রোডে যায়। সেখানকার একটি সাততলা ভবনের চারতলা থেকে লাফিয়ে সড়কে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হৃদয়ের বাবা শেখর ঘোষের দাবি তার ছেলে মেধাবী ছিল। বিজ্ঞান বিভাগে পড়াশুনা করতো। সকল বিষয়ে এ প্লাস পেলেও হিন্দু ধর্মে খারাপ করে। তার ধারণা পুনঃনীরিক্ষণে তার ছেলে জিপিএ-৫ পেতো। কিন্তু ওই ফলাফল সে মেনে নিতে না পারায় আত্মহত্যা করেছে।
 
কোতয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জাগো নিউজকে জানান, বহুতল ভবন থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে।

সাইফ আমীন/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।