কৃষি-জলবায়ু-খাদ্যপ্রযুক্তি গবেষণায় বিনিয়োগ করবে এডিবি: ইউজিসি
দেশের কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতের গবেষণা ও মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, জলবায়ু ব্যবস্থাপনা এবং স্মার্ট কৃষিতে বিনিয়োগ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি ‘কৃষিবিষয়ক উচ্চশিক্ষা শক্তিশালীকরণ প্রকল্প (এসএটিপি)’ নেওয়া হয়েছে।
আগামী বছর থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু হতে পারে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কৃষিখাতে নতুন এ প্রকল্প বাস্তবায়নে আশ্বাস দিয়েছে এডিবি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হু ইয়ুন জিওং, কান্ট্রি অপারেশন্স হেড না ওন কিম, হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরের সিনিয়র সোশ্যাল সেক্টর ইকোনোমিস্ট ও মিশন লিডার রিওতারো হায়াসি এবং অ্যাসোসিয়েট প্রজেক্ট অ্যানালিস্ট মো. মনিরুজ্জামান প্রমুখ।
সভায় বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক গোলাম হাফিজ, অধ্যাপক ড. শামসুল আলম ভূঞা, অধ্যাপক ড. হারুনুর রশীদ ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ অংশ নেন।
হু ইয়ুন জিওং বলেন, এসএটিপি প্রকল্প দেশের খাদ্য ও কৃষিশিল্পকে শক্তিশালী করবে। এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করবে। প্রকল্পটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও সহায়তা করবে। প্রকল্পের সফল বাস্তবায়নে তিনি ইউজিসি ও সংশ্লিষ্টদের সহায়তা প্রত্যাশা করেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত প্রকল্পটি দেশের কৃষিখাতে মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, জলবায়ু ব্যবস্থাপনা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, স্মার্ট কৃষি ও উচ্চতর গবেষণা পরিচালনায় সহায়ক হবে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করবে ইউজিসি।
ইউজিসি জানায়, এসএটিপি প্রকল্পের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো তৈরি করা হবে। ‘বাংলাদেশ ইনস্ট্রুমেন্টেশন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ’ নামে একটি উচ্চতর গবেষণা সেন্টার গড়ে তোলা হবে এ প্রকল্পের অর্থায়নে।
আধুনিক ল্যাব প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলো এ সেন্টার থেকে গবেষণা পরিচালনা করতে পারবে। এছাড়া প্রকল্পের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও কৃষিসম্পর্কিত শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগসূত্র তৈরি করা হবে।
প্রকল্পের আওতায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও জলবায়ু পরিবর্তন শিক্ষায় যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
এএএইচ/এমএএইচ/জেআইএম