সাত কলেজ শিক্ষার্থীদের দাবির মুখে কমিটির নাম বদল
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি পর্যালোচনায় গত ২৪ অক্টোবর একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটির নাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে অবশেষে কমিটির নামে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ অক্টোবর গঠিত কমিটির নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে’-এর পরিবর্তে ‘৭ (সাত) কলেজের শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ সংক্রান্ত কমিটি’ নির্দেশক্রমে করা হলো।
এদিকে, বুধবার (৩০ অক্টোবর) সাত কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, এরই মধ্যে সমস্যা নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নেবো।
তবে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ও ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা গঠিত কমিটি বাতিল করে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন’ নাম দেওয়ার দাবি জানান। দাবি আদায়ে আগামী ৩ নভেম্বর বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে অনশন ও শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
তবে বৃহস্পতি ও শুক্রবার (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) তাদের কোনো কর্মসূচি নেই। আগামী ২ নভেম্বর তারা অনলাইন প্ল্যাটফর্মে সব কলেজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করবেন। ৩ নভেম্বর ঘোষিত কর্মসূচি পালন করবেন।
এএএইচ/এমএইচআর/জেআইএম