ইউজিসি চেয়ারম্যান

ছাত্র-শিক্ষক সম্পর্কের বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

শিক্ষার্থীদের আবেগ-অনুভূতির প্রতি যথাযথ সম্মান দিতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

তিনি বলেন, এখনকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এ শিক্ষার্থীদের মনস্তত্ত্ব শিক্ষকদের ভালোভাবে বুঝতে হবে। তাদের আবেগ-অনুভূতির প্রতি যথাযথ সম্মান দিতে হবে। ক্লাসে শিক্ষার্থীরা কি চাচ্ছেন, শিক্ষকদের সেদিকে খেয়াল রাখতে হবে। ক্লাসরুমে ছাত্র-শিক্ষক সম্পর্কের বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে।

সোমবার (২৮ অক্টোবর) ইউজিসিতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় নবীন শিক্ষকদের চার মাস মেয়াদি এ বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

ছাত্র-শিক্ষক সম্পর্ক সম্মানের উল্লেখ করে অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কের ব্যবধান কমিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুধাবন করে তা যথাযথভাবে পূরণে শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হাসান মারুফ প্রমুখ।

অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। মানব উন্নয়ন সূচকে ভালো অবস্থানে যেতে হলে শিক্ষাকে কেন্দ্রে রাখতে হবে।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, হিট প্রকল্পের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার রূপান্তর ঘটবে। গুণগত শিক্ষার সীমাবদ্ধতা দূর ও সমাজের চাহিদা এ প্রকল্প থেকে পূরণ করা যাবে।

ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

কর্মশালায় দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও মনোনীত প্রতিনিধিরা অংশ নেন।

ইউজিসি জানায়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের জন্য ইউজিসি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। আগামী নভেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

এএএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।